খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: জাতীয় পার্টির (জাপা) চেয়ারমান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও সমাধি সরানোর সিদ্ধান্ত সরকারের। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
ঈদ উদযাপন করতে পাঁচদিনের সফরে রংপুর গিয়ে আজ রোববার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ।
শহরের ‘পল্লী নিবাস’ নামের বাসভবনে উপস্থিত সাংবাদিকদের একজন বলেন, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁকে নিয়ে আজকের যে বিতর্ক বা তাঁর পদক প্রত্যাহার, সাবেক সেনাপ্রধান ও একটি দলের চেয়ারপারসন হিসেবে সে বিষয়টি এরশাদ কীভাবে দেখছেন।
জবাবে এরশাদ পাল্টা প্রশ্ন রেখে বলেন,‘কোনো মন্তব্য করা উচিত? সরকারের সিদ্ধান্ত। সরকার করবে। তার বিরুদ্ধে কথা বলা কি আমার উচিত হবে?’
‘আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না’, যোগ করেন এরশাদ।
জাপার চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঈদের পর দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে তাঁর দল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।