খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬:মজিবুর রহমান নামে এক বয়োবৃদ্ধ স্কুল শিক্ষককে বিদ্যুত কেলেংকারীতে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। শিক্ষক মজিবুর রহমান ঘটনার সরেজমিনে তদন্ত চেয়ে মনোহরদীর বিদ্যুত কর্তৃপক্ষের নিকট এই মিথ্যা সংবাদ থেকে দায় মুক্তি চেয়েছেন। তার আবেদনপত্রে এলাকার প্রায় ১ শত বিদ্যুৎ গ্রাহক সাফাই স্বাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন মজিবুর রহমান একজন স্বনামধন্য শিক্ষক। তিনি কারো কাছ থেকে কোন টাকা নেননি। গতকাল রবিবার মাস্টার মজিবুর রহমান নরসিংদী প্রেসক্লাবে গিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে সাংবাদিকদের নিকট তার এই দুঃখগাথা বিবৃত করেছেন। তিনি সাংবাদিকদেরকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে এ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদের প্রতিকার দাবী করেছেন।
জানা গেছে, মনোহরদী উপজেলা নামা গোতাশিয়া গ্রামের বাসিন্দা মোঃ মজিবুর রহমান একই উপজেলার বাঘিবাড়ী লে: জে: নুরুদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। স¤প্রতি গ্রামের স্থানীয় কিছু টাউট গ্রামে বিদ্যুৎ সরবরাহের কথা বলে সাধারণ গ্রাহকদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা ঘুষ গ্রহণ করে। এ ব্যাপারে সংবাদ পরিবেশনের সময় একটি দৈনিক পত্রিকার সংবাদদাতা রহস্যজনক কারনে মাস্টার মজিবুর রহমানের নাম জড়িয়ে দেয়। এ খবর পত্রিকায় প্রকাশিত হবার পর এলাকার লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বিষয়টি অসৎ সাংবাদিকতা বলে অভিহিত করে এ ধরনের সংবাদ পরিবেশনে প্রতিকার দাবী করেছে।