Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, মহাসড়কগুলোর কোথাও কোনো যানজট নেই। মানুষ নিরাপদেই বাড়ি ফিরছে।

আজ রোববার দুপুরে মহাসড়ক পরিদর্শন করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, উগ্রবাদ হামলা হবে না, তা উড়িয়ে দেওয়া যায় না। উগ্রবাদী হামলার আশঙ্কা থাকছে।

মন্ত্রী আরো বলেন, গতকালও রাজধানীর আজিমপুরে নারী উগ্রবাদীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ওই অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে। গত রমজানের ঈদে শোলাকিয়ায় হামলার চেষ্টা চালিয়েছে। এসব কারণে ঈদের জামাতে সম্ভাব্য জায়গায় সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।