Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51kখোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সংসদ নির্বাচন যথাসময়ে হবে। তবে নির্বাচন গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠ করতে পরামর্শ থাকলে সে বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। তিনি বলেন, বিএনপি তাদের ভুল মেনে নিয়ে সুষ্ঠু রাজনীতিতে ফিরলে মানুষের আস্থা ফিরে পাবে। আর বিএনপি যদি সে চেষ্টা করে, আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখবে।
আজ রবিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ আরো বলেন, বিএনপি শুধু সরকারের বিরুদ্ধে নয়, দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি মুর্তজা খসরুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।