Thu. Jul 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

mouluvibazaমঙ্গলবার রাত ২টায় উপজেলার চানগ্রাও গ্রামে এই ঘটনা ঘটে। লন্ডন প্রবাসী মায়ারুন নেছা (৬০) কে শ্বাস রুদ্ব করে হত্যা করা হয়। তার পারিবারিক সূত্রে জানা যায় ঘরে ৭/৮ জনের ডাকাত ঘরে প্রবেশ করে মায়ারুন নেছাকে হাত ওমুখে কস্ট টেইপ মারলে তিনি শ্বাস রূদ্ব হয়ে মারা যান। বড়লেখা থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তিনি ডাকাতি সংঘটনের কোন আলামত পাননি । তবে তিনি প্রাথমিক ভাবে ধারনা করছেন পারিবারিক কলহের জেরে তাকে শ্বাস রুদ্ব করে হত্য করা হতে পারে।