দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরে নতুন বাজারে অবস্থিত মফিজ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা সহ ২ লাখ টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। পরে দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের উত্তীর্ণ ঔষধ গুলো পুড়ে ফেলা হয়।
জানা যায়, শহরের নতুন বাজার মেইন রোডে মফিজ ফার্মেসীর স্বত্তাধিকারী মোঃ সামিউল ইসলাম দীর্ঘ দিন থেকে তার দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছিল বলে পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার জানান। গোপন অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়।