জেলায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা সহ ৩ জন নিহত হয়েছে।
বুধবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড় খোচাবাড়ী এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কালা মিয়ার ছেলে রমজান আলী (৪৫), তার ভায়রা আব্দুল গফ্ফার (৪৯) ও ভাগ্নি রোজিনা আক্তার (২৪)।নিহত রমজান আলী ও আব্দুল গফফারের বাসা দিনাজপুর বীরগঞ্জ উপজেলার রাজবাড়ি এবং রোজিনার বাসা একই উপজেলার প্রাণ নগরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে বীরগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা গীতাঞ্জলী নামের গেটলকবাস সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রমজান আলী ও আব্দুল গফ্ফারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রোজিনা আক্তারকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাস ও পিকআপ চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
নিহত রোজিনার স্বামী মো. জনি ঠাকুরগাঁওয়ের খবরকে জানান, তারা একটি বিয়ের দাওয়াত খেতে পিকআপ ভ্যানে করে বীরগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছিলেন।