রাজশাহীতে শাহরিয়ার আলম কাব্য (০৭) নামে এক শিশুকে ঘুম থেকে তুলে কুপিয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন মা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘরের দরজা ভেঙে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘতক মা তাসলিমা বেগমকে আটক করা হয়েছে বলে জানান মতিহার থানার ওসি হুমায়ুন কবির।
তিনি জানান, রাতে ঘুম থেকে তুলে ছেলে কাব্যকে কুপিয়ে হত্যা করে মা তাসলিমা বেগম। এরপর তাসলিমা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে মা তাসলিমা মানসিক ভারসাম্যহীন বলেও ধারণা করছে পুলিশ।
এদিকে এ ঘটনার পরে মা তসলিমা বেগমকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর ছেলে কাব্যের মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।