খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : গুলশান হামলার প্রভাব রফতানি বাণিজ্যে পড়েনি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হোটেল র্যাডিসনে এক বৈঠকে সফররত নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় সংবাদ সম্মেলনে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ানে প্লুম্যান বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ দৃশ্যমান। তবে শুধুমাত্র বিনিয়োগকারীদের নয়, সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।