খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : হলিউডের হেভিওয়েট তারকাজুটি ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ব্র্যাঞ্জেলিনা নামেই তারা পরিচিত। তবে নামের এই জোড় এখন আর নেই। কিছুদিন আগেই দুজন দুজনার ভিন্ন পথ খুঁজে নিয়েছেন।
১০ বছর আগের লিভ ইন-এর পর ২ বছর আগে বৈবাহিক জীবনে প্রবেশ করেও একসঙ্গে থাকা হলো না পিট-জোলির। অনেকে বলছেন ব্র্যাডের সঙ্গে অন্য নারীর সম্পর্কের জন্যেই নাকি তাকে ছেড়ে গিয়েছেন জোলি।
আবার শোনা যাচ্ছে, সন্তানদের ব্যাপারে খুবই নাকি উদাসীন হয়ে গিয়েছেন পিট এবং সেই কারণেই সম্পর্ক ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা। কিছুদিন আগেই সব সন্তনদের নিয়ে পিটের বাড়ি ছেড়ে চলে যান তিনি। ভাড়া বাড়িতেই থাকছেন এখন। এর মধ্যেই হঠাৎ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে পিট স্ত্রীর দুঃখে গাইছেন বলিউডের গান। বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায় সর্বত্র। জোলির জন্য পিট ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গানটি লিপ সিংক করেছেন। অবশ্য প্রশংসাও পাচ্ছেন বেশ এই হলিউড অভিনেতা।