Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : বিগত বিএনপি-জোট আমলে রেলের কোন উন্নয়ন হয়নি দাবি কওে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ কওে যাচ্ছে। জনগনকে আরো বেশী সেবা দেবার লক্ষ্যে তিনি পৃথক রেল মন্ত্রনালয় গঠন করেছেন। আজ বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, খুব শীঘ্রই জাপানের অর্থায়নে বঙ্গবন্ধু সেতুর পাশে আরো একটি সেতু এবং কর্ণফুলী সেতুর ওপড় কালুঘাট নামে একটি নতুন ব্রীজ নির্মাণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে দেশের সকল রেললাইন ডুয়েল গেজ করা হবে বলে জানান মন্ত্রী। এসময় রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, কমিটির অন্যান্য সদস্য মোসলেম উদ্দিন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মোহাম্মদ আলী আজগর এমপি, মিজানুর রহমান এমপি, মোহাম্মদ নোমান এমপি ও ইয়াসিন আলী এমপিসহ রেল বিভাগের ঊর্দ্ধতন কতৃপক্ষ উপস্থিত ছিলেন।
গবশেষে জাতীয় সংসদেও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬ তম বৈঠকটি ঢাকার পরিবর্তে সৈয়দপুর রেলওয়ে কারখানার সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়।