খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে অর্থ জরিমানা সহ বিভিন্ন অনিয়মের কারণে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঠাকুরগাঁও শহরস্থ যুব উন্নয়ন অফিসের সামনে ৫টি মোটরসাইকেলকে আটক করে ৪৫০টাকা জরিমানা করেন।
এর পর সত্যাপীর ব্রিজ সংলগ্ন হাজী মার্কেটে কিছু ব্যবসায়ীদের ড্রিলিং লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন। এই সময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রট বিধান কুমার মন্ডল, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের নিরাপদ খাদ্য পরিদর্শক আক্তার ফারুক ও পেশকার সাইফুল ইসলাম সহ সদর থানার অফিসার ও সঙ্গিয় ফোর্স। অভিযান শেষে আমাদের প্রতিনিধিকে আদালত জানায়, এই অভিযান অব্যাহত থাকবে।