Sun. Oct 19th, 2025
Advertisements

শনিবার মিরপুর পুলিশ লাইনসে নতুন ২০ সোয়াট সদস্যের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশের জন্য আবেদনপত্র পুলিশের কাছে এখনো পৌঁছায়নি। আবেদনের প্রেক্ষিতে নিরাপত্তার দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এরআগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় ৮ নভেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘আমরা জাতীয় একটি ঐতিহাসিক দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো, আপনারা (পুলিশ) দিলেন না। তাহলে আমাদের পার্টি অফিসের সামনে দিন, আমরা শুক্রবার দরখাস্ত করেছি।’

এরআগে শুক্রবার সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তারা বিকল্প স্থানে সমাবেশের জন্য অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দেবে।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রথমে ৭ নভেম্বর ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল দলটি। বৃহস্পতিবার রাতে ডিএমপি জানায়, একই স্থানে একই সময়ে সোহরাওয়ার্দীতে একাধিক দল সমাবেশের অনুমতি চাওয়ায় কাউকেই অনুমতি দেয়া হয়নি।