Sun. Oct 19th, 2025
Advertisements

52খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে বাংলাদেশের প্রথম অ্যানিমেশন পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ডিটেকটিভ’ নিয়ে বিজয় দিবসে আসছে জাজ মাল্টিমিডিয়া ।আর এই অ্যানিমেশন চলচ্চিটির মাধ্যমেই বাংলাদেশে অ্যানিমেশন ছবির নতুন দিক উন্মোচন হচ্ছে।

তপন আহমেদের পরিচালনায় ও সম্পদনায় ছবিটিতে প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিতে যাচ্ছেন আরিফিন শুভ, শাহরিয়াজ ও নুসরাত ফারিয়া। এ ছাড়া বড়বাবু চরিত্রে আলীরাজ ও মন্মথ চরিত্রে শাহরিয়াজের কণ্ঠ দিয়েছেন।
এ বিষয়ে আবদুল আজিজ বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া সব সময়ই নতুন কিছু করতে চাইছে। ‘ভালবাসার রং’ নিয়ে আমরা নতুন করে চলচ্চিত্রকে দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী বিজয় দিবসে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র ‘ডিটেকটিভ’। একশ বছর পর যখন বাংলাদেশের চলচ্চিত্র আবারও নুতন করে লেখা হবে, তখন এই প্রতিষ্ঠান ইতিহাসের অংশ হবে।
তিনি আরো বলেন, ‘এই প্রজন্মের শিশু-কিশোরদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। তবে সব ধরনের দর্শকের কাছে যেন ছবিটি ভালো লাগে, সেই দৃষ্টিকোণ থেকেই আমরা কাজটি করেছি।’