খোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬: ঠাকুরগাওয়ের পীরগঞ্জের থুমনিয়া শালবনে এক জনপ্রতিনিধির পরোক্ষ মদদে চলছে জুয়ার আসর। এটি বন্ধে এলাকাবাসীগণ আবেদন করলেও বন্ধ হচ্ছে না। এ জুয়ার আসর থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে প্রতিদিন ২ হাজার টাকা করে বখরা নেয় বলে অভিযোগ উঠেছে। ১৪ নভেম্বর উপজেলা আইন শৃংখলা সভায় প্রথম আলো’র পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম এ অভিযোগ করেন।
সভায় উপস্থিত ওই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হককে উদ্দেশ্য করে কাজি নুরুল ইসলাম বলেন, “আপনার ইউনিয়নে থুমনিয়া শালবলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হয় আর সে জুয়ার আসর থেকে প্রতিদিন আপনার (ইউপি চেয়ারম্যান) ছেলে ২ হাজার টাকা করে নেন। আপনি যদি এটা চ্যালেঞ্জ করেন তাহলে আমি চ্যালেঞ্জ গ্রহন করতে প্রস্তুত আছি। আমার কাছে সব তথ্য প্রমান আছে।” বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলে ইউএনও’র হস্তক্ষেপে তা নিরসন হয়।
এছাড়াও জুয়ার আসর থেকে থানা পুলিশের লোক সাদা পোশাকে গিয়ে টাকা নেন বলেও আভিযোগ করেন ঐ সাংবাদিক।
সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, ইউএও এবিএম ইফওেতখারুল ইসলাম খন্দকার, পৌর মেয়র কশিরুল আলম, ওসি(তদন্ত) ওয়াহেদ আলী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
একরামুল চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে জুয়ার আসর থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী সহ অন্যরা। তবে অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান একরামুল হক।
এ বিষয়ে ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বিষয়টি বিব্রত কর। মন্তব্য নিষ্প্রয়োজন।