Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  এক হারেই য়েন সবকিছু হারিয়ে ফেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হারের পর ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল কুমিল্লা। কোনোভাবেই ছন্দ মিলছিল না। টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
১৯ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম জয় পায় মাশরাফি বিন মুর্তজার দল। এই জয়ের পর আত্মবিশ্বাস মেলায় নতুন করেই ভাবতে শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন জয়ের বিকল্প অন্য কিছু নেই তাদের সামনে। দলটির কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, ‘সামনের প্রতিটি ম্যাচই তাদের কাছে বাঁচা-মরার’।
প্লে অফের আগে প্রতিটি দল ১২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। কুমিল্লা ইতোমধ্যেই ছয়টি ম্যাচ খেলে ফেলছে। কিন্তু জয় মাত্র একটি। শেষ চারের দিকে নজর দিলে প্রতিটি ম্যাচে জিততে হবে কুমিল্লাকে। কোচ বাবুলও সেটা মানছেন, ‘আমাদের সব ম্যাচই এখন ডু ওর ডাই। আমরা পাঁচটা ম্যাচ খেলার পর এখন একটা জয়ের দেখা পেয়েছি। একটা মোটিভেশন আছেই। দলে এখন একটা উৎফুল্লতা এসেছে। এটা হয়তো আগামী ম্যাচ খেলার জন্য কাজে দেবে।’
নিজের দলের প্রতি বিশ্বাস আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে দীর্ঘ সময় কাজ করা বাবুলের। তার বিশ্বাস যে ফলগুলো এসেছে এমন দল নয় কুমিল্লা, ‘আমাদের দল খারাপ না। তবে ফলাফলটা হচ্ছিল না। উপরের দিকে রান হচ্ছিল না। কাল যতটুকু এসেছে আরেকটু চেষ্টা করলে হয়তো ১৭০ হতো। তারপরও আমি সন্তুষ্ট আমাদের ছেলেরা ওই স্কোর নিয়ে প্রাণপণ লড়াই করেছে। একটা জয় পেয়েছি ইনশাল্লাহ এটা নিয়েই আগামী ম্যাচে ভালো করার চেষ্টা করব।’
টানা হারের পর একটি জয়, ২১ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচের আগে নির্ভার থাকার কোনো সুযোগ দেখছেন না মাশরাফিদের কোচ, ‘আমাদের রিলাক্সের সুযোগ নেই। এতগুলো ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে জয় পেয়েছি। কাল যারা খেলেছে তাদের অনেকেই আজ অনুশীলন এসেছে। রিলাক্স কিছু নেই। একটা মোমেন্টাম দরকার ছিল। আল্লাহ আমাদের সে মোমেন্টাম দিয়েছে। এখন বাকিটুকু ওই উদ্দীপনায় আমরা খেলব।এখন ভাগ্যে যা আছে তাই হবে।’