খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ :
রওশন আলম পাপুল, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নকে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে রহমতপুর এমইউ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, জেলা তথ্য কর্মকর্তা সাবিহা আক্তার লাকি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিয়া ফেরদৌস জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।