Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮: মেহেদীহাসান(জবিপ্রতিনিধি): স্পর্শ, গন্ধ, বর্ণ, শব্দ, ছন্দ ও তানেফাগুন যে আজএসেছেভুবনে। ফুলফুটুকআরনাফুটুক, আজবসন্ত। এই ঋতুরাজবসন্তকেবরণউপলক্ষে আজজগন্নাথ বিশ^বিদ্যালয়ের (জবি) বাংলাবিভাগের উদ্যোগে‘বসন্তোৎসব ১৪২৪’ উদ্যাপনঅনুষ্ঠানভাষাশহীদ রফিকভবন প্রাঙ্গণে অনুষ্ঠিতহয়। প্রধানঅতিথি হিসেবেউপাচার্য অধ্যাপক ড. মীজানুররহমানঅনুষ্ঠানেরশুভউদ্বোধন ঘোষণাকরেন।

এসময়উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থীদেরমূলকর্মকান্ড- জ্ঞানঅর্জন ও অন্বেষণহলেওমানবিকসুকুমার বৃত্তিজাগ্রতকরতেসাংস্কৃতিকচর্চারবিকল্প নেই। বিশ্ববিদ্যালয়েরসাহিত্য সংস্কৃতিচর্চারঅন্যতমসুযোগহয়ে ওঠে এধরনেরউৎসবেরমাধ্যমে। প্রকৃতিগতভাবেওবসন্তউৎসবঅন্যতম।”
তিনিআরোবলেন, “প্রতিবছরবাংলাবিভাগের নেতৃত্বে সকলের সম্মিলিতঅংশগ্রহণেবসন্ত বরণের উদ্যোগগ্রহণকরাহবে। এজন্য আগামীবছরহতেআরোবড়পরিসরেবসন্ত উৎসবউদযাপনেরজন্য আলাদাকরেবাজেটবরাদ্দ দেয়া হবে।”

বাংলাবিভাগের চেয়ারম্যানঅধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু-এরসভাপতিত্বে বিশেষঅতিথি হিসেবে ট্রেজারারঅধ্যাপক ড. সেলিমভূঁইয়া ও কলাঅনুষদের ডিনঅধ্যাপক ড. মোঃআতিয়াররহমান বক্তব্য প্রদানকরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকরেনবাংলাবিভাগেরসাংস্কৃতিককমিটিরআহ্বায়কঅধ্যাপক ড. পারভীন আক্তার জেমী।
এছাড়াওবিশ্ববিদ্যালয়েরবিভিন্নঅনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নৃত্য, গানও আবৃত্তিপরিবেশনারমধ্য

দিয়েবসন্তবরণ উদ্যাপিতহয়। অনুষ্ঠানটিবিশ্ববিদ্যালয়েরবিভিন্নবিভাগেরশিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীউপভোগকরেন।
এছাড়াওআজসকাল ১০টায় ম্যানেজমেন্ট স্টাডিজবিভাগের উদ্যোগেনানাধরনেরসাংস্কৃতিকঅনুষ্ঠানেরমাধ্যমে বসন্তবরণ ১৪২৪ ম্যানেজমেন্ট স্টাডিজবিভাগেউদযাপিতহয়। অনুষ্ঠানেপ্রধানঅতিথি হিসেবেউপাচার্য অধ্যাপক ড. মীজানুররহমানএবংবিশেষঅতিথি হিসেবেম্যানেজমেন্ট স্টাডিজবিভাগের চেয়ারম্যানঅধ্যাপক ড. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এসময়অনুষ্ঠানেগবেষণা দপ্তরেরপরিচালকঅধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজবিভাগেরশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।