Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮: ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে আওয়ামীলীগ থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি মঙ্গলবার উপজেলা নিবার্চন কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।

সোমবার ও মঙ্গলবার আওয়ামীলীগের প্রার্থীসহ ৫ জন প্রার্থী জেলা-উপজেলা রির্টানিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  এরা হলেন জাতীয় পার্টির রেজোওয়ান আহমেদ, ইসলামী ফ্রন্টের ইসলাম উদ্দিন দুলাল, ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মো. আশরাফুল হক ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এহছানুল হক।

উপজেলা নিবার্চন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে।উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি। বাছাই ১৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৩ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৩ মার্চ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনের এমপি পদ শূন্য হয়।