Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮: শীতকালীন অলিম্পিক চলাকালে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলকে ‘আন্তরিক’ আতিথেয়তা দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রশংসা করেছেন উত্তরের নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-র বরাতে বিবিসি জানিয়েছেন, অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার উপস্থিতিকে ‘অগ্রাধিকার’ দেওয়ার জন্য দক্ষিণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কিমের ছোট বোন কিম ইয়ো জং এর নেতৃত্বে উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যায়। সফর শেষে তারা উত্তরে ফিরে গেছেন।

সফরের বিষয়ে তাদের প্রতিবেদন পাওয়ার পরই কিম এসব মন্তব্য করেছেন বলে জানিয়েছে কেসিএনএ।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, “প্রতিনিধি দলের প্রতিবেদন পাওয়ার পরই কিম জং উন ওই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

“দক্ষিণে আন্তরিকতা অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল, বিশেষকরে তারা ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ার সদস্যদের সফরকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে, তাই তাদের ধন্যবাদ জানিয়েছেন।”

১৯৫০-র দশকের কোরীয় যুদ্ধের পর থেকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়া সবচেয়ে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে কিম ইয়ো জং ও উত্তর কোরিয়ার আলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম ছিলেন।

দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শুরু হওয়ার শীতকালীন অলিম্পিক আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।