Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার ২৪, শুক্রবার  ১২ অক্টোবর ২০১৮ঃ শচীন টেন্ডুলকারের কন্যা সারা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছেন। একটি ছবি পোস্ট করার দুই মিনিটে পড়ে ৪১ হাজার লাইক। সঙ্গে হাজারো ভক্তের অনেক মন্তব্য।
 
ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে মেডিসিন নিয়ে পড়ছেন শচীন কন্যা। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ছিলেন একসময়। ২০ বছর বয়সী সাবা তার মা মা অঞ্জলির সঙ্গে অনেক মিল আছে বলে অনেকের ধারণা।

সাদা রঙ নাকি ভীষণ প্রিয় সাবার। তাই বেশীরভাগ পার্টিতে সাদা রঙয়ের পোশাকে বেশি দেখা যায় শচীন কন্যাকে।
 
অতিথি হিসেবে বলিউডের অনেক সেলিব্রিটি পার্টি বা বলিউডের অ্যাওয়ার্ড-শো তে নিয়মিত ডাক পড়ে সাবার। সম্প্রতি মডেলিংয়ের জন্য ডাক পাচ্ছেন চতুর্দিক থেকে। বেড়াতে অনেক ভালোবাসেন। মা-বাবাই তার প্রিয় বন্ধু বলে জানান সাবা।