Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪, শনিবার  ২৭ অক্টোবর ২০১৮ঃ জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা না মানা পর্যন্ত এবং কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে না আসা পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শনিবার (২৭ অক্টোর) চট্টগ্রামে নসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ফারুক বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ দেখেছেন?’ এ সময় নেতাকর্মীরা না সূচক উত্তর দেন। তিনি বলেন, ‘এ জনসমুদ্রের মাঝেও পুলিশ চারপাশে অবস্থান নিয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নিতে হবে তার আগে এই দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই, পুরানো কারাগারে যদি স্বাধীনতার ঘোষকের স্ত্রী আপোষহীন নেত্রী থাকতে পারে তাহলে আমরাও কারাগারে যেতে প্রস্তুত আছি।’

চট্রগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদত হোসেনের সভাপতিত্বে জনসভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ উপস্থিত রয়েছেন।