Sun. Oct 19th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্ট সিকিউরিটি সার্ভিস গত ৪ নভেম্বর ২০১৮ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্ট সিকিউরিটি সার্ভিস ইউসিবি ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তার সেবা প্রদান করবে।

ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক ও এসিস্টেন্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব ফেরদৌস আলি চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মামদুদুর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোহরাব মুস্তাফা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবিল মুস্তাফিজুর রহমান।

ক্যাপশনঃ ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিলের উপস্থিতিতে ইউসিবি ও পুলিশ কল্যান ট্রাস্ট সিকিউরিটি সার্ভিসের মধ্যে চুক্তি স্বাক্ষর করছেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক ও এসিস্টেন্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব ফেরদৌস আলি চৌধুরী।