Sun. Oct 19th, 2025
Advertisements


খােলাবাজার ২৪, রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যা উপস্থিত ছিলেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষনিক কিছু ব্যবস্থা নেয়া হয়েছে, যা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভুল-ত্রুটি এড়িয়ে আরো সুন্দরভাবে পরীক্ষা গ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন।