Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রোববার, ২১ এপ্রিল ২০১৯ঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘১ম এফএসআইবিএল নববর্ষ কাপ গলফ্ টুর্নামেন্ট ২০১৯’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এপ্রিল ২০, ২০১৯ তারিখে শাহীন গলফ্ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গা, চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং ও শাহীন গলফ্ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ মফিদুর রহমান, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ হাফিজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ২৬ জন মহিলা, ২৩ জন জুনিয়রসহ মোট ২০৯ জন গলফার উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের বিজয়ীরা হলেনঃ
উইনার- ক্যাপ্টেন মনজুরুল হোসেন খান,
রানার আপ- গ্রুপ ক্যাপ্টেন মোঃ তারিকুল ইসলাম,
বেস্ট গ্রস- জনাব আনোয়ার সাজ্জাদ লিপন,
২য় রানার আপ- গ্রুপ ক্যাপ্টেন মোঃ আব্দুল্লাহ-আল-মাহ্বুব,
২য় বেস্ট গ্রস- মেজর মোঃ মোকাদ্দেস হোসেন,
বেস্ট ব্যাকনাইন- জনাব মোঃ আবু তালেব লিটন,
বেস্ট ফ্রন্টনাইন- কমান্ডার এম গোলাম হোসেন,
২য় বেস্ট ব্যাকনাইন- কমান্ডার এম হাবিবুর রহমান খান,
২য় বেস্ট ফ্রন্টনাইন- ফ্লাইট লেঃ আর এম সালমান আলী,
ম্যাক্সিমাম পার- কর্ণেল সৈয়দ মোতাহার হোসেন,
লংগেস্ট ড্রাইভ- জনাব আজমাঈন তারিক,
নেয়ারেস্ট টু দ্যা পিন- জনাব শামসুল হুদা চৌধুরী,
০৯ হোল ক্যাটাগরিতে উইনার- জনাব নিয়াজ আহমেদ ভূইয়া,
রানার আপ- ক্যাপ্টেন আতিকুর রহমান,
লেডিস উইনার- মিসেস সোহানা ফয়সাল,
লেডিস রানার আপ- মিসেস ফারজানা মাহবুব,
লেডিস বেস্ট গ্রস- মিসেস কানিজ ফাতেমা,
লেডিস ২য় রানার আপ- মিসেস তহমিনা আলম,
জুনিয়র উইনার- মাস্টার তাসিন সাজ্জাদ,
জুনিয়র রানার আপ- মাস্টার মাশরুর মুস্তাঈন।