Sun. Oct 19th, 2025
Advertisements


খােলাবাজার ২৪, বৃহস্পতিবার২৩ মে,২০১৯ঃ  ফেনী জেলাধীন পরশুরামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামীলীগ নেতা মরহুম আলহাজ্ব আবুল খায়ের মজুমদার এর ৮ম মৃত্যুবার্ষিকী  ২৪ মে ২০১৯ রোজ শুক্রবার।
এই উপলক্ষে ফেনী জেলাধীন পরশুরাম উপজেলার উত্তর সলিয়া মরহুমের নিজবাড়ীতে বাদ আছর কোরআনখানি, মিলাদ মাহফিল, জিকির আজগার শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উক্ত দোয়া মাহফিলে যোগদান করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, মরহুম আবুল খায়ের মজুমদার বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব ও আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু এর পিতা।