Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,৩০ মে ২০১৯ঃ  আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। আজ বেলা ১১টায় এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো এ ছবির নতুন গান। গানটি দেখে কমেন্ট বক্সে প্রশংসা করছে অনেকেই।

‘পাগল মন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অশোক সিং। সুর ও সংগীত আয়োজন করেছেন লিংকন। এই গানটি তুরস্কের মনোরম লোকেশনে দৃশ্যধারণ হয়েছে।

কমেন্টে একজন লিখেছেন, ‘বাংলাদেশে শাহরুখ খান নেই, শাকিব খান আছে! বাংলাদেশে টম ক্রুজ নেই, শাকিব খান আছে; বাংলাদেশে বাহুবলি নেই, শাকিব খানের মুভি আছে! বাংলা চলচ্চিত্র তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে লক্ষ লক্ষ বছর, এগিয়ে যাও!!’

আরেকজন লিখেন, ‘আশা করি, এ রোমান্টিক গানটা দর্শক পছন্দ করবে। কত সুন্দর লোকেশন পুরোটা গান না দেখলে বোঝার কোনো উপায় নেই কত সুন্দর লোকেশনে যে গানটা শুট করা হয়েছে। ফাটিয়ে দাও শাকিব ভাইয়া।’

সম্প্রতি শাকিব খান ডক্টর ও সুন্দরবন বিতর্কে জড়িয়েছেন, এ বিষয়টি উল্লেখ করে একজন লিখেন, ‘সুন্দরবনে না, শাকিব খান সব জায়গা সুপার হিট!’

ধন্যবাদ দিয়ে একজন লিখেন, ‘পাগল মন মন রে মন কেন এত কথা বলে। সত্যিই গানটি অনেক ভালো লাগল। পুরোনো সেই গানটা এত সুন্দর করে আমাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ।’

এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডন, ইমনসহ অনেকে।

অভিনয়ের পাশাপাশি  শাকিব খান বন্ধু মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্র । এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শাকিব খানের নায়িকা শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো—দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।