Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার ১৭ জুন ২০১৯ঃ দেখে খুব গম্ভীর মনে হলেও বড্ড রসিক বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। গতকাল ছিল বিশ্ব বাবা দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই যখন নিজেদের ছবি, বিশেষ বার্তা দিতে ব্যস্ত, তখন একদম ভিন্ন স্বাদের একটি ভিডিও শেয়ার করলেন বিগ বচ্চন।

বেশ কিছুদিন ধরেই অন্তর্জালে একটি ভিডিও হাত ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চাকে পাশে রেখে খাবার খাচ্ছেন বাবা। বাচ্চাটিকে একজন ধরে আছেন। শিশুটির নজর বাবার খাবারের দিকে। বাবার পাতে মজাদার খাবার দেখে জিভে জল এসে গেছে বাচ্চার। আদুরে ওই ভিডিও দেখে হাসি থামাতেই পারছেন না নেটিজেনরা।

ভিডিওটি নজর এড়ায়নি বিগ বচ্চনের। বাবা দিবসে তাই নিজের ভক্তদের উদ্দেশে শেয়ার না করে পারলেন না এই মেগাস্টার। ভিডিওর বাবাকে বললেন, ‘আরে ইয়ার, একটু কিছু তো খেতে দাও বাচ্চাকে…।’

বিগ বচ্চনকে আগামীতে ধর্ম প্রডাকশনস ও ফক্স স্টুডিও প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাবে অয়ন মুখার্জির এ ছবি। এতে প্রধান চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও নাগার্জুন। এ ছাড়া তামিল সিনেমায় অভিষেক হতে চলেছে অমিতাভের।