Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার ১৮ জুন ২০১৯ঃ মো. আউয়াল হোসেন,বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় ডাকাতির প্রস্ততি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে দুই টায় উপজেলার দক্ষিন গাভা জগদীশ সমদ্দারের বাড়ীর পূর্ব পাশে আমড়া বাগানের ভেতর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭/৮ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে দু’টি রামদা, দু’টি ড্যাগার, রশি ও পালিয়ে যাওয়া ডাকাতদের জুতা উদ্ধার করা হয়েছে। এব্যাপারে এস আই মনিরুজ্জামান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। আসামীদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
বাদী এস আই মনিরুজ্জামান এজাহারে উল্লেখ করেছেন তার নেতৃত্বে টহল পুলিশ দল গোপনে সংবাদ পেয়ে উপজেলার দক্ষিন গাভা জগদীশ সমদ্দারের বাড়ীর পূর্ব পাশে আমড়া বাগানের ভেতর অভিযান চালায়। এসময় মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মীর আনসার হোসেন(৬০),মির্জাগঞ্জের ঘটকের আন্দুয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু জাফর(৪৫), গাইবান্ধা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মোশারফ হোসেন(৩৮) ও স্বরূপকাঠি(নেছারাবাদ) উপজেলার আটঘর গ্রামের সেকান্দার মল্লিকের ছেলে মো.জলিল মল্লিক(৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭/৮ জন পালিয়ে যায়।
বানারীপাড়া থানার দায়ীত্বে থাকা ইন্সপেক্টর (তদš)Í মো. জহিরুল ইসলাম জানান, এরা সংঘবদ্ধ আন্ত জেলা ডাকাতদলের সদস্য তারা ওই বাগানে বসে ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযান চালালে ডাকাতরা ধরা পড়ে। অন্যরা পালিয়ে যায়। সঠিক সময়ে অভিযান চালানোর কারনে ডাকাতরা ধরা পড়েছে। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানিয়েছে এরা স্থানীয়। তবে তদন্তে সব রেরিয়ে আসবে বলে তিনি জানান।