Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিার,১৪জুলাই,২০১৯ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এ্যাকশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এএআইবি) সম্প্রতি এএআইবি’র তত্ত্বাবধানে পরিচালিত হ্যাপি হোমসে বসবাসরত সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের খরচ বহনের প্রতিশ্রুতিতে অনাড়ম্বর একটি অনুষ্ঠানে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই অনুষ্ঠানটি এ্যাকশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এএআইবি)-এর কার্যালয়, গুলশান ১, ঢাকায় অনুিষ্ঠত হয়।

ফারাহ্ কবির, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এ্যাকশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এএআইবি) এবং আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, এমটিবি, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এমটিবি তার নিয়মিত সামাজিক দ্বায়বদ্ধতা কার্যক্রমসমূহের মধ্যে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এই চুক্তির আওতায়, এমটিবি দেশের নারীদেরকে অংশগ্রহনমূলক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে নিজেদের আরও দৃঢ়ভাবে সম্পৃক্ত করল।