Sun. Oct 19th, 2025
Advertisements
খোলাবাজার ২৪, শুক্রবার ,২৬জুলাই,২০১৯ঃ  রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড় প্রশাসন।মুসলিমরা রাস্তার ওপর নামাজ আদায় করায় গত কয়েক দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করছিল কয়েকটি হিন্দু সংগঠন।

একই সঙ্গে মহাআরতিও করা হচ্ছিল।

প্রশাসন জানায়, দুই ধর্মের মধ্যে এমন পরিস্থিতির কারণে সব কিছুই বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে আগাম অনুমতি ছাড়া রাস্তার ওপর শুক্রবারের নামাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক সিবি সিং বলেন, প্রত্যেকেরই তাদের নিজেদের ধর্মীয় আচার পালনের অধিকার রয়েছে।

তবে তা তারা করবেন নিজেদের ধর্মীয় স্থানে, রাস্তার ওপর নয়। রাস্তায় ধর্মীয় কার্যকলাপ পালন করা হলে তাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, নামাজ আদায়সহ সব ধরনের ধর্মীর কার্যকলাপের ক্ষেত্রে একই নির্দেশিকা জারি থাকবে।

শুধু ঈদের মতো বিশেষ অনুষ্ঠানে যেখানে প্রচুর মানুষ জড়ো হন, সে ক্ষেত্রে ছাড় দেয়া হবে।