
খোলাবাজার ২৪,মঙ্গলবার,৩০জুলাই,২০১৯ঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা আলমগীর। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা নিতে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার( ২৭ জুলাই) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। আর দুই তিনদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন অভিনেতা আলমগীর।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধন করা হয়। সেখানে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।