Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,০৫ আগস্ট ,২০১৯ঃ  কলক‍াতার বিশেষজ্ঞরা বলেছেন, ধোঁয়া বা কীটনাশকের মাধ্যমে মশা নিধনের ধারণা ভুল। এভাবে মথা নিধন হয় না।বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা-কলকাতার মধ্যে ভিডিও কনফারেন্সে কলকাতার বিশষজ্ঞরা এমনটি জানিয়েছেন।

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কলকাতা সিটি করপোরেশনের অফিসে বিশেষজ্ঞ দল ও ঢাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ভিডিও কনফারেন্স যুক্ত হন।

কনফারেন্সে পতঙ্গ বিশেষজ্ঞ ড. দেবাশীষ বিশ্বাস বলেন, ধোঁয়া বা কীটনাশক দিয়ে ডেঙ্গু মশা নিধন করা যাবে না। এসব বন্ধ করতে হবে। আর জনগণকে একটা বার্তা দেওয়া যায় যে, এ কাজটা শুধু সরকারের তা নয়। এটা জনগণের। এটা বোঝাতে হবে তাদের।

তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা যে যে দেশে আছে সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবে। আমরা শুধু বর্ষাকাল নয় সারা বছর ধরেই মশার উৎস খুঁজি এবং তা নিধন করি। এটি সারা বছরই চালু রাখতে হয়।

কনফারেন্সে কলকাতার বিশেষজ্ঞ দলে রয়েছেন মুখ্য উপদেষ্টা ডক্টর তপন কুমার মুখোপাধ্যায়, কলকাতা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনিরুল ইসলাম, উপ-স্বাস্থ্য আধিকারিক ড. সুব্রত রায়চৌধুরী ও চিফ ডিরেক্টর কন্ট্রোল অফিসার ড. দেবাশীষ বিশ্বাস।