Sun. Oct 19th, 2025
Advertisements
বিয়ের পিঁড়িতে বাহুবলীর প্রভাস।

খােলাবাজার ২৪,সোমবার,০৫ আগস্ট ,২০১৯ঃ  বিয়ের পিঁড়িতে বসছেন ‘বাহুবলী ২’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া প্রভাস ।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রনিবাসী এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রভাস। আসছে ছবি ‘সাহো’র মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

তবে এখনো বিয়ের বিষয়ে মুখ খোলেননি প্রভাস। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনই মুখ খুলতে চান না তিনি।

এদিকে মুক্তি অপেক্ষায় আছে প্রভাসের নতুন সিনেমা ‘সাহো’। ৩০০ কোটি রুপির বাজেটের ছবিটি বক্স অফিস মাতাবে বলে প্রত্যাশা করছেন পরিচালক। আসছে ৩০ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।