Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, রবিবার,১৮আগস্ট ,২০১৯ঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের  গোপালপুর গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ইসমাইল হোসেন (৩৬) নিহত হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে ইসমাইল হোসেন ছোট ভাই ইসরাইল ও তার স্ত্রী মধ্যে চলা বিবাদ নিরসনের জন্য একটি পারিবারিক শালিসের আয়োজন করে। শালিশে পক্ষপাতের অভিযোগে এনে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ইসরাইল হোসেন বড় ভাই ইসমাইল হোসেনকে ধারাল ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিক পরিবারের লোকজন ইসমাইলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ইসমাইল মারা যায়।

এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ইসরাইল হোসেনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।