Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, বুধবার,২১আগস্ট ,২০১৯ঃ দ্বিতীয় দিনেই স্তিমিত ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর দুই সিটি করপোরেশনের অভিযান। ঢাকা দক্ষিণের কিছু স্থানে অভিযান চালিয়ে জরিমানার পরও পাওয়া যাচ্ছে মশার লার্ভা। উত্তরে অনেক এলাকাতেই নেই অভিযানের চিহ্ন।

অন্যদিকে, ডেঙ্গু ভয়াবহতা নিয়ে অনেকেই এখনও সচেতন নন। লোক দেখানো কর্মসূচি বাদ দিয়ে নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের আহ্বান সচেতন নগরবাসীর।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান ১ নম্বরের ৪ নম্বর সড়ক। মঙ্গলবার এখানেই শেষ হয়েছিল অভিযান। কথা ছিল এ সড়ক দিয়েই শুরু হবে বুধবারের (২১ আগস্ট) চিরুনি অভিযান। কিন্তু সকাল থেকেই এখানে পাওয়া যায়নি কাউকে। চলেনি কোনো অভিযানও।

এদিকে, ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে এখনও সচেতন নন অনেক নগরবাসীই। ভবনগুলোতে এখনো মিলছে এডিসের লার্ভা।

উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক নগরবাসীর অসচেতনতার দোহাই দিয়ে এড়িয়ে গেলেন অভিযানের বিষয়টি। বললেন, আজকের প্রোগ্রাম সিডিউলটা আমার হাতে এই মুহূর্তে নাই তো, আমি ঠিক বলতে পারছি না।

এদিকে, প্রায় দুপুরের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আজিমপুর মধ্য কলোনিতে ভ্রাম্যমাণ আদালতসহ যৌথ অভিযান চালানো হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের দু’টি নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে পাওয়া যায় এডিসের লার্ভা। পরে ওই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।

পনের দিন আগেও এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল বলে জানান ডিএসসিসি-র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর।

লোক দেখানো অভিযান না চালিয়ে কার্যকর কর্মসূচির আহবান নগরবাসীর।