Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪নভেম্বর,২০১৯ঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, এবার দেশের বাইরে ৮টি দেশে ১২ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো সৌদিআরব-৪, সংযুক্ত আরব আমিরাত-২, বাহরাইন-১, ওমান-১, কুয়েত–১, লিবিয়া-১, গ্রীস-১, কাতার-১।

বিদেশে অবস্থিত কেন্দ্রসমূহে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬১৫, এর মধ্যে ছাত্র ২৮৯ জন ও ছাত্রী ৩২৬ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে সম্মেলন কক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ছাত্র আর ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন ছাত্রী।

অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৮৭ হাজার ৮২ জন এবং ছাত্রী এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন।

তবে প্রথমিকে শিক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে ইবতেদায়ীতে। এ বছর ৩০ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী বেড়েছে। এছাড়া প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৮৭৪ জন বেশি।

এবার ১৭ নভেম্বর রোববার শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়ে একনাগাড়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।

জাকির হোসেন বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। দায়িত্ব পালনে কোনো অবহেলা ও অনিয়ম সহ্য করা যাবে না।