Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪নভেম্বর,২০১৯ঃ সিরাজগঞ্জের উল্লাহপাড়ায় রংপুর এক্সপ্রেসের ট্রেনের একটি ইঞ্জিন ও তিনটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ওই ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপড়া স্টেশনের কাছে আসার পরই ইঞ্জিনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করছে।