খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪নভেম্বর,২০১৯ঃ করদাতাগণ “রকেট অ্যাপ” -এর মাধ্যমে যেকোন স্থান থেকে যেকোন সময় আয়কর পরিশোধ করতে পারবেন। ডাচ্-বাংলা ব্যাংকের কোন রকম ফি ছাড়াই ১৪ই নভেম্বর থেকে ২০ই নভেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত সারাদেশে আয়কর মেলা চলাকালীন সময়ে করদাতাগণ আয়কর পরিশোধ করতে পারবেন। করদাতাগণ তাদের র্স্মাট ফোন এর “প্লে-স্টোর” থেকে “রকেট অ্যাপ” ডাউনলোড করতে পারবেন।
কর পরিশোধ করার পর করদাতাগন তাদের প্রদত্ত ই-মেইল থেকে কর চালান প্রিন্ট করে তা কর রিটানের সাথে জমা দিতে পারবেন।