Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,১৭নভেম্বর,২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেছেন, সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই। যেসব কর্তারা কর আদায় করতে গিয়ে কোনপ্রকার অনৈতিক দাবী বা হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ রোববার বিকালে নরসিংদীতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশ সরকার নিজের টাকা নিজেই উপার্জন করছে। এ জন্য সকলেরই ভ্যাট ট্যাক্স দেয়া কর্তব্য, না দেয়াটা অন্যায়। ধর্মীয় নীতিমতেও ভ্যাট ট্যাক্স না দেয়াটা গুণাহের কাজ। করসেবাকে সহজলভ্য করতে মোবাইল অ্যাপস এর মাধ্যমেও এখন কর দেয়া যায়। করসেবা প্রদানের মাধ্যমে সুনাগরিক হতে সকলের প্রতি আহবান জানান এনবিআর চেয়ারম্যান।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্ব জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর অঞ্চল ১০ এর কর কমিশনার মোহাং আবু তাহের, কেন্দ্রিয় জরিপ অঞ্চলের কর কমিশনার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর আলী ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরসহ অন্যান্যরা।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ রবিবার আয়কর মেলা শুরু শেষ হবে আগামী বুধবার ।