Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার, ১৯নভেম্বর, ২০১৯ঃ প্রাইম ব্যাংক সম্প্রতি জয়পুরহাটে বাংলাদেশ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় লীড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৯ এর আয়োজন করে। “ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সে ১৯ টি বাণিজ্যিক ব্যাংক ও ১৯ টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করে। এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং শোভাযাত্রা শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক রাশিদা বেগম ও প্রাইম ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম এনামুল হক সহ অন্যান্য ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।