Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শুরবার,২২নভেম্বর,২০১৯ঃ বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান রবিনসহ অন্য আসামীদের স্থায়ী বহিস্কারাদেশের ব্যাপারে তাদের পরিবার কিছু জানে না। এমনটাই বলেন তাদের অভিভাবকরা। স্থায়ী বহিস্কার সম্পর্কে জানেনই না বলে জানিয়েছেন বুয়েট ছাত্র মেহেদী হাসান রবিন তার মা রাশিদা বেগম। তবে চাচা এমরান আলী টিভিতে দেখেছেন ভাতিজা রবিনের বহিস্কারের বিষয়টি। রবিনের মায়ের দাবি, মানুষ খুন দূরে থাক, তার ছেলে একটা মশাও মারতে জানে না। আর চাচা বলছেন, আদালতের রায় ঘোষণার আগে তাদের স্থায়ি বহিস্কার করা উচিত হয়নি।