Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৩নভেম্বর,২০১৯ঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের চার্জশিটে নাম থাকা ২৫ জনসহ ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।

আবরার ফাহাদ হত্যার ঘটনায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে অচলাবস্থা। হত্যাকাণ্ডে দোষীদের বিরুদ্ধে পুলিশের চার্জশিটের পরও সচল হয়নি শিক্ষা কার্যক্রম। আন্দোলনকারী শিক্ষাথীদের দাবি ছিল, বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করতে হবে হত্যাকাণ্ডে জড়িতদের।

এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার রাত একটার দিকে আকস্মিক সংবাদ সম্মেলন ডাকেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক। জানান, আবরার হত্যায় জড়িত ২৬ জনকে স্থায়ী বহিষ্কারের কথা।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেও এ সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেয়ার কথাও জানালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক।