Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,২৩নভেম্বর,২০১৯ঃ ভাসমান আকাশে বিয়ে সারলেন এক নবদম্পতি। ৩৪ হাজার ফুট উপরে উড়ন্ত বিমানে বিয়ে করে স্মরণীয় করে রাখলেন দিনটিকে।

অনলাইনে ‘এয়ারপোর্ট সিটি’ গেম খেলতে গিয়ে পরিচয় হয় অস্ট্রেলিয়ার ডেভিড ভ্যালিয়েন্ট ও নিউজিল্যান্ডের ক্যাথি ভ্যালিয়েন্ট। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়

এরপর তারা চিন্তা করেন উড়ন্ত বিমানে বিয়ে করবেন। এই প্রেমিক যুগলের সেই স্বপ্ন পূরণ করে অস্ট্রেলিয়ার জেটস্টার এয়ারওয়েজ। এ বিমান সংস্থাটি ডেভিড ও ভ্যালিয়েন্টের বিষয়টি জানতে পেরে তাদের সহোযোগিতায় এগিয়ে আসে।

২০১১ সালে কম্পিউটার গেম এয়ারপোর্ট সিটি খেলার সময় দু’জনের প্রথম দেখা। দু’বছর ডেটিংয়ের পর প্রথম দেখা করতে যান সিডনি বিমানবন্দরে। ব্রিসবেন থেকে মেলবোর্ন যাওয়ার বিমানে ডেভিড ক্যাথিকে প্রোপোজ করেছিলেন। সব কিছুর সঙ্গেই বিমানের সম্পর্ক থাকায় পরিকল্পনা করেই ভাসমান আকাশে বিমানে বিয়ে সেরে ফেলেন তারা।