Sun. Oct 19th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৪নভেম্বর,২০১৯ঃ  আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৪ নভেম্বর, ২০১৯ তারিখে সাতক্ষীরায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ডক্টর মোঃ নিজামুল হক ভুইয়া,ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপক বৃন্দ এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।