Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০৬জানুয়ারি ,২০২০ঃ টানা তৃতীয় মেয়াদে ও বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আগামিকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা এবং তার নবগঠিত ৪৭ সদস্যের মন্ত্রীসভা শপথ গ্রহণ করেন।