Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,২৯জানুয়ারি,২০২০ঃ আসন্ন ১ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর পক্ষে মৎস্য জীবী লীগের মিরপুর মডেল থানার উদ্যোগে আজ এক নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতি  করেন সালাউদ্দীন আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন শরিফুল ইসলাম শরিফ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও  ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূর-ই-আলম রবু। তিনি বলেন, আসন্ন ১ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর নৌকার বিজয় নিশ্চিত।ঢাকা উত্তর সিটি নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নেকে সমর্থনে জানিয়েছে জনগন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আতিককে তাদেরও প্রার্থী বলে নিশ্চিত করেছে।তারা জোট বেধেছে সুন্দর ঢাকা আধুনিক ঢাকা সমৃদ্ধ ঢাকাগড়ার প্রত্যয়ে নৌকায় ভোট দিবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তরের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব মীর রাশেদুজ্জামান, সহ সাভাপতি নাসরিন সুলতানা, যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম মিঠু, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এস কে মইনুল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, নগর উওরের সাবেক সহ সভাপতি সেলিনা আক্তার, সদস্য আদনান সাকিব, পারুল আক্তার, সানি সহ অন্নান্য নেতৃবৃন্দ।