Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০৩ফেব্রুয়ারি,২০২০ঃ বেশ আইনী লড়াই চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এবার ২ হাজার কোটি টাকা পাওনার মধ্যে বিটিআরসিকে ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে প্রস্তুত রয়েছে গ্রামীণফোন। বাকি টাকা পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি

আজ সোমবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে (গ্রামীণফোনের হেড কোয়ার্টাস) আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতিকে আইনী নোটিশ পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে গ্রামীণফোন নয়, চিঠি পাঠিয়েছিল টেলিনর।’ যদিও টেলিনরেরও এ ধরনের চিঠি পাঠানো সমীচীন হয়নি বলে মনে করেন বিটিআরসির আইনজীবী।

গ্রামীণফোনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি জানান, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি রিভিউ করলেও আদালত এখনও কোন স্থগিতাদেশ দেননি। ফলে এ মাসের ২৪ তারিখের মধ্যেই ২ হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।