Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,০৮ফেব্রুয়ারি,২০২০ঃ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

শনিবার(৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করব। আমরা আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন চলবে আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারকে বাধ্য করব।

অর্থমন্ত্রী সমালোচনা করে ফখরুল বলেন, তার মুখ থেকে সত্য বেরিয়ে গেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়।

কিছুদিন আগে দুর্নীতির কারণে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কে বহিষ্কার করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।