Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,০৯মার্চ,২০২০ঃ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পিআরএল) সালমা নাসরীন এনডিসি সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দান করেছেন। এর আগে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারে চাকুরীকালীন অবস্থায় ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যাক্রো অর্থনীতির উপর এমএসসি ডিগ্রী অর্জন করেন।
দীর্ঘ চাকুরী জীবনে তিনি বিডার নির্বাহী সদস্য এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর উপ পরিচালক হিসেবে ও দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণলায় বিভন্ন গুরুত্বপূর্ন পদে একাধিকবার অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষনে অংশ গ্রহন করেছেন ।